শৈলকুপায় গড়াই নদী ভাঙ্গনে পরিদর্শনে গেলেন পারভেজ জামান পান্না

শৈলকুপা থেকে-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নং সারুটিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শনে গেলেন সাবেক সংসদ সদস্য ও শিক্ষক নেতা মরহুম অধ্যক্ষ কামরুজ্জামান এর সন্তান ঝিনাইদহ ১ শৈলকুপা আসনের সংসদ সদস্য প্রার্থী পারভেজ জামান পান্না। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবং ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া গ্রামের মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাদেরকে আশ্বস্ত করেন তিনি ঢাকাতে পৌঁছে সংশ্লিষ্ট মন্ত্রলয়ে কথাবার্তা বলে যত দ্রুত সম্ভব নদী রক্ষা বাঁধের ব্যবস্থা করবে। মতবিনিময় কালে তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সারা দেশে পৌঁছালেও আমাদের শৈলকুপা উপজেলায় পৌঁছায়নি এ কারণে সরকার দায়ী নয় স্থানীয় জনপ্রতিনিধিদের দায়ী করেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন বিনিময় কালে সাধারণ জনগণের মাঝে। এবং এলাকার যুব সমাজদের উদ্দেশ্যে বলেন মাদক ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সংসদ সদস্য শৈলকুপা উপজেলায় তেমন কোন উন্নয়নমূলক কাজ করেনি। উপজেলার যে রাস্তাঘাট খুব ভেজাল দশা এতে সাধারণ জনগন খুব দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে। আমাদের সংসদ সদস্য নদী ভাঙ্গন এলাকায় তার কোন নজর নেই বরং এতে আমাদের উপজেলাটি দিন দিন ছোট হতে চলছে। আমি কথা দিচ্ছি জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় সাধারণ জনগণ যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি শৈলকুপা উপজেলার সমস্ত রাস্তাঘাট এই ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকায় একটি স্থায়ী বাধের ব্যবস্থা করব।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top