সংবাদ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় সাফাই গাওয়া বিপ্লব মেম্বার ভুক্তভোগীর টাকা নিয়ে দ্বারে দ্বারে.

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া.

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ৪নং বলুহর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ বিপ্লব হোসেনের বিরুদ্ধে তার নিজ ওয়ার্ডের বিভিন্ন মানুষের নিকট থেকে টিউবওয়েল,ভাতা,চাউলের কার্ড,গরু সহ ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বেশ কয়েকটি প্রিন্ট দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের টাকা ফেরত দিয়ে যায়।সংবাদ প্রকাশের জেরে দীর্ঘদিন পর মেম্বার টাকা নিয়ে ভুক্তভোগীদের ফেরত দিয়েছেন।মোঃ আবুল হোসেন (হুমা)পিতা মৃত আব্দুল কাদের গ্রাম পারলাট মাঠপাড়া ঘর দিবে বলে তার নিকট থেকে ৫০০০ হাজার টাকা নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার সাথে সাথে তাকে ফেরত দিয়ে যায়।মোঃ শফিকুল ইসলাম পিতা মোঃ আব্দুর রশিদ গ্রাম পারলাট তিনি জানান,টিউবওয়েল দিবে বলে টাকা নেন ২৬০০ শত টাকা জানাজানি হলে ফেরত দিয়ে গেছে।মোঃ শোনা মন্ডল পিতা মৃত হাজারি মন্ডল গ্রাম পারলাট জানান,৩০ কেজি চাউলের কার্ড করে দিবে বলে ২ বছর আগে টাকা নেয় ৪০০০ হাজার টাকা ফেরত দিয়েছে ওর নামে পত্রিকায় সংবাদ হওয়ার পর।একইভাবে
হতদরিদ্র মোছাঃ লিলি খাতুন স্বামী মোঃ ইবরাহিম হোসেন গ্রাম পারলাট বলেন টিউবওয়েল দিবে বলে টাকা নেয় ১৫০০ শত টাকা ফেরত দিয়েছে সাংবাদিক’রা জানাজানির কারণে। শুধু এতেই শেষ নয় গত কয়েক দিনে এলাকায় ত্রাস সৃষ্টি করেছে এই প্রতারক মেম্বার বিপ্লব।ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। প্রশাসনের নাম ভাঙিয়ে সহজ সরল মানুষ’কে বিভিন্ন কায়দায় জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানাযায়। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে মেম্বার বিপ্লব এ-র মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি এসমস্ত টাকা নি না-ই এবং ফেরত দি নাই। এবিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন’মে এ-র নিকট জানতে চাইলে তিনি বলেন,বলুহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’কে বলেছি এভাবে টিউবওয়েল,চাউলের কার্ড ঘর দিবে বলে টাকা নেওয়া যাবে না এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া ঠিক না।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top